Motorcycle Battery Maintenance Tips
July 15, 2020

আপনি যদি বাইক নিয়ে হারিয়ে যেতে চান প্রকৃতিতে, হুট হাট করে যদি আপনার সমুদ্রের নোনতা ঘ্রাণ নিতে সাগরে যাবার প্রয়োজন হয় বা সঙ্গিনীকে চমকে দিতে দিতে গভির রাতে তার বাড়ির পাশে যেতে চান তবে মনে রাখতে হবে বাইকের সকল পার্টস সঠিক ভাবে মেইনটেনেন্স এর কথা।
ব্যাটারি, বাইকের অন্যতম গুরুত্ব পূর্ণ পার্টস। হয়ত ব্যাটারি ছাড়া অনেক বাইক অচল। আর আপনার এই হুট হাট ইচ্ছে একবারেই মাটি হয়ে যাবে যদি বাইকের ব্যাটারি প্রয়োজনের সময় ঝামেলা করে।
তাই নিয়মিত বাইকের ব্যাটারি মেইনটেনেন্স করতে হবে। আজ আমরা আলোচনা করবো বাইকের ব্যাটারি মেইনটেনেন্স নিয়ে…
কিভাবে বাইকের মাইলেজ চেক করবেন?বাইকের মাইলেজ সমস্যা?# নিয়মিত চেক
যে কোন যন্ত্র একবারে পরিবর্তন করার চেয়ে নিয়মিত পরিচর্যা করা কম কষ্টসাধ্য, সেইসাথে যেমন খরোচ কম আবার যন্ত্রের স্থায়িত্ব ও বাড়ে।
আমারা বাইকের অন্য সকল বিষয়ের দিকে আল্প সল্প নজর রাখলেও বাইকের ব্যাটারি একবারে বেকে না বসলে একে নিয়ে মাথা ঘামায় না। অথচ প্রায় বেশির ভাগ বাইক এই ব্যাটারি ছাড়া অচল। দেখা যায় ১/২ দিন বাইক না চালালেই বাইকের ব্যাটারি কাজ করতে চায় না। এর অন্যতম কারন হল নিয়মিত প র্যবেক্ষণ না করা। এই বিপদ থেকে বাঁচতে প্রতি মাসে অন্তত একবার নিয়ম করে বাইকের ব্যাটারি চেক করতে হবে।
# তেল, পানি ইত্যাদি থেকে দূরে রাখা
বাইক ওয়াসের সময় আমরা চাই বাইকের প্রতিটি কোনা যেন পানির ছোয়ায় পরিষ্কার হয়ে যায়। এটা ভালো, তবে বাইকের কিছু কিছু অংশ আছে যে গুলো তে পানি লাগলে সমস্যা হয়। হা বাইক ওয়াস এর সময় পানি লাগবেই, তবে ভেজা অবস্থায় বাইক চালাবেন না। এতে ব্যাটারি (+ -) এক হয়ে ব্যাটারির শক্তি কমে যাবে।
আবার ব্যাটারির সংযোগ স্থানে পানি স াথে ধুলা ময়লা লেগে জং ধরে যাবে। তাই প্রথম অবস্থায় চেষ্টা করতে হবে যেন কোন অবস্থাতেই পানি না লাগে, আর যদি লেগেই যায় তবে খুব দ্রুত মুছে পরিষ্কার করে নিতে হবে।
# ক্রস কানেকশান
ক্রস কানেকশান বা অতিরিক্ত লাইট বাইকের ব্যাটারি নষ্ট হবার অন্যতম কারন। হা আপনার অতিরিক্ত লাইট দরকার হতেই পারে, সেই ক্ষেত্রে আপনি সরাসরি বাইকের ইঞ্জিনের সাথে কানেকশান দিবেন। বাইকের ইঞ্জিন স্টাট হলেই কেবল সেই লাইট গুলা জ্বলবে।
# মোটর সাইকেল বা বাইকের চার্জ
আম রা যত দ্রুত ব্যাটারি খরচ করি সেটা আমাদের মোটরসাইকেল কত দ্রুত রিচার্জ করে দিতেছে? আরেক ভাবে বললে মোবাইল ফোনে চার্জার লাগিয়ে গেমস খেলা ভাবতে পারেন। গেমস খেলতেছি ব্যাটারি খরচ হছে, চার্জার একই সাথে ব্যাটারি রিচার্জ করে যাচ্ছে । রিচার্জের শক্তি বেশি হলে গেমস খেলতে খেলতে ব্যাটারি ফুল হয়ে যাবে। সেইম বেসিক প্রিন্সিপাল মোটরসাইকেল এর বেলাতেও প্রযোজ্য। হেডলাইট জ্বালাইতেছি, হর্ন দিতেছি ব্যাটারি খরচ হচ্ছে, একই সাথে অলটারনেটর ব্যাটারি রিচার্জ করে যাচ্ছে। অনেকেই ব্যাটারি খারাপ হলে চার্জ নিয়ে প্রশ্ন তুলেন। কিন্তু এটা ভুল ধারণা। ব্যাটারি চার্জের জন্য খারাপ হয় না। খারাপ হয় আমাদের ভুল ত্রুটির জন্য।
এছাড়াও…
* প্রতি মাসে ব্যাটারির কার্যক্ষমতা পরীক্ষা করা উচিত।
* ব্যাটারিতে ফুটো আছে কি না পরীক্ষা করতে হয়।
* লং ড্রাইভে যাওয়ার আগে ব্যাটারি পরীক্ষা করা উচিত।
* হেড লাইট জ্বালানো অবস্থায় সেল্ফ দেওয়া যাবে না।
* দিনের প্রথম রাইডের সময় কিক ব্যবহার করতে হবে।
* রাতের বেলায় যদি ট্রাফিক জ্যামে বা সিগন্যালে আটকে থাকতে হয় লম্বা সময় তখন হেড লাইট বন্ধ করে রাখতে হবে।
Top 5 sports bikes in Bangladeshনতুন বাইক কেনার আগে যে বিষয় বিবেচনা করবেনDisk Brake তাড়াতাড়ি ক্ষয়ে যায় কেন