29% পতন Honda February 2022 Sales
March 09, 2022

গত মাসে অন্যান্য দু’চাকা গাড়ি প্রস্তুতকারীদের মতো স্কুটার এবং মোটরসাইকেলের বিক্রিতে মন্দার মুখ দেখল হন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI)। প্রতিদ্বন্দ্বীদের বিক্রিতে সঙ্কোচনের চিত্রটি ইতিমধ্যেই সামনে এসেছে। এবার হন্ডার ক্ষেত্রেও পতনের ধারা অব্যাহত থাকল। দেখা গেছে গত মাসে দেশ এবং ভারতের বাজার মিলিয়ে মোট ৩.১২ লক্ষ স্কুটার এবং মোটরসাইকেল বিক্রি করেছে তারা। গত বছর ফেব্রুয়ারিতে যা ছিল ৪.৪২ লক্ষ। ফলে ২৯ শতাংশ ব্যবসা কমেছে তাদের।
২০২২-এর ফেব্রুয়ারিতে শুধু ভারতের বাজারে হন্ডা ২.৮৫ লক্ষ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বেচেছে। তুলনাস্বরূপ, ২০২১-এর ফেব্রুয়ারিতে ৪.১১ লক্ষ বাইক ও স্কুটার বিক্রয় হয়েছিল সংস্থার। ফলত ভারতের বাজারে বিক্রিতে ৩১% পতন ঘটেছে হন্ডার অন্যদিকে ফেব্রুয়ারিতে রপ্তানিও কমেছে তাদের। গেল মাসে মোট ২৬,৯৪৪ টি টু-হুইলার রপ্তানি করেছে সংস্থাটি। গত বছরের একই সময়ে সংখ্যাটি ছিল ৩১,১১৮।
প্রসঙ্গত, বর্তমানে বৈদ্যুতিক স্কুটারের উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে হন্ডা। কিছুদিন আগে সংস্থার ভারতীয় শাখার সভাপতি আতসুশি ওগাটা (Atsushi Ogata) এমনটাই নিশ্চিত করেছিলেন। ২০২৩-২৪-এর মধ্যে সেগুলি বাজারে হাজির করতে পারে সংস্থাটি। আবার শোনা যাচ্ছে সংস্থার সর্বাধিক বিক্রিত স্কুটার Activa-র বৈদ্যুতিক সংস্করণ (Activa EV) প্রথম ইলেকট্রিক টু-হুইলার হিসেবে আনতে পারে Honda।
এদিকে Honda CBR150R নতুন অবতারে আসতে পারে বলে জল্পনা দানা বেঁধেছে। ২০১২-তে প্রথমবার বাজারে এলেও ব্যবসায় মন্দার কারণে ২০১৭-তে বাইকটির বাজারে আনা বন্ধ করে দেয় Honda। আবার, গত বছর CBR150R-এর ডিজাইন পেটেন্ট করার জন্য আবেদন জানিয়েছিল সংস্থার ভারতীয় শাখাটি। যা বাইকটির বাজারে আসার সম্ভাবনা উস্কে দিয়েছে।
সূত্র techgup